আবাহনীর স্বপ্নযাত্রা থামলো শুরুতেই
আবাহনীর স্বপ্নযাত্রা থেমে গেল। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে হারলো আবাহনী। ঢাকা জাতীয় স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) আবাহনীকে ২-০ গোলে হারিয়ে মূলপর্বে ওঠে কিরগিজস্তানের এফসি মুরাস ইউনাইটেড। এএফসিতে অভিষেকেই নিজেদের জাত চেনাল মুরাস।
সৌভাগ্য আবাহনীর। গোলকিপার মিতুল মারমার অসাধারণ কয়েকটি সেভ দলকে বড় হারের লজ্জা থেকে বাঁচিয়েছে। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই মিতুলের প্রতিরোধ টেকেনি। আন্দ্রে বাতসুলার ক্রসে বক্সের ফাঁকায় দাঁড়ানো আত আই জুমাসেভের হেডে লক্ষ্যভেদ হয় (১-০)।