আর্কাইভ
লগইন
হোম
সমাবেশ
বন্দর অভিমুখে স্কপের মিছিলে বাধা, ১ নভেম্বর গণঅনশন
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। সমাবেশ থেকে আগামী ০১ নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গণঅনশনের ডাক দেন স্কপ নেতারা। আজ বুধবার (২২ অক্টোবর) নগরের আগ্রাবাদ বাদামতল এলাকা থেকে মিছিল বের করে স্কপ। মিছিলটি বন্দরের ০১ নম্বর গেইট বারিক বিল্ডিংয়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। বন্দর থানা এলাকায় আগামী ১১ নভেম্বর পর্যন্ত সমাবেশ নিষিদ্ধ করেছে সিএমপি।
2025-10-22
আজ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিএনপির বিজয় র‍্যালি
আজ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিএনপির বিজয় র‍্যালি
2025-08-06
গতবছরের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আজ বুধবার (০৬ আগস্ট) ঢাকায় বিজয় র‌্যালি করবে বিএনপি। পাশাপাশি সব জেলা ও মহানগরেও দলের পক্ষ থেকে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি শুরু হবে। র‌্যালিতে ঢাকা বিভাগের জেলাগুলো যথাক্রমে টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেবেন। র‌্যালি শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ ইতিহাস বদলে দেওয়া ঐতিহাসিক ৫ আগস্ট
আজ ইতিহাস বদলে দেওয়া ঐতিহাসিক ৫ আগস্ট
2025-08-05
আজ ইতিহাস বদলে দেওয়া গণ-অভ্যুত্থান দিবস। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের এদিনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছাত্র, শ্রমিক ও জনতার সম্মিলিত আন্দোলনে শাসকের মোড়কে জড়িয়ে থাকা এক দানবের পতন হয়। এর মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার মসনদে চেপে বসা ১৬ বছরের স্বৈরাচারের অবসান হয়। পরবর্তীতে ০৫ আগস্টকে গণ-অভ্যুত্থান দিবস হিসাবে স্বীকৃতি দেয় সরকার। ইতোমধ্যে দিবসটি পালনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এছাড়াও প্রধান উপদেষ্টা আজ মঙ্গলবার বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। রাজনৈতিক দলগুলোও এ দিবসে নানা কর্মসূচি ঘোষণা করেছে।