আর্কাইভ
লগইন
হোম
সমাবেশ
পাকিস্তানে রাওয়ালপিন্ডির পর ইসলামাবাদেও ১৪৪ ধারা জারি
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে দেশটির কয়েকটি শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে বিক্ষোভ ঠেকাতে সেখানে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। এরপর ইসলামাবাদেও ১৪৪ ধারা জারি করা হলো। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জননিরাপত্তার স্বার্থে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে এবং তা কঠোরভাবে মানা হবে। তিনি বলেন, কারা কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করার বিভিন্ন উদ্যোগ দেখা যাচ্ছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। জেলখানায় সাক্ষাৎ সংক্রান্ত বিষয় সম্পূর্ণভাবে কারা প্রশাসনের দায়িত্ব, এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়।
2025-12-02
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাস রায় বহাল
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাস রায় বহাল
2025-09-04
বিগত ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন। সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে দেন। এছাড়া হাইকোর্টের রায়ের কিছু অংশ সংশোধন ও প্রত্যাহার করেন।
আজ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিএনপির বিজয় র‍্যালি
আজ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিএনপির বিজয় র‍্যালি
2025-08-06
গতবছরের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আজ বুধবার (০৬ আগস্ট) ঢাকায় বিজয় র‌্যালি করবে বিএনপি। পাশাপাশি সব জেলা ও মহানগরেও দলের পক্ষ থেকে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি শুরু হবে। র‌্যালিতে ঢাকা বিভাগের জেলাগুলো যথাক্রমে টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেবেন। র‌্যালি শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।