আর্কাইভ
লগইন
হোম
সমাবেশ
লন্ডনে ফিলিস্তিনপন্থী সংগঠনের পক্ষে বিক্ষোভ, ৪২৫ জন আটক
লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন একটি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে হওয়া বিক্ষোভ সমাবেশে সহিংসতার ঘটনায় পুলিশ ৪২৫ জনের বেশি প্রতিবাদকারীকে আটক করেছে। গতকাল শনিবার (০৬ সেপ্টেম্বর) পার্লামেন্ট ভবনের বাইরে হওয়া এই সমাবেশের আয়োজক সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিস জানায়, প্রায় দেড় হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেন। তারা সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার হওয়ার ঝুঁকি নিয়েও সেখানে উপস্থিত হন।
2025-09-07
জামায়াতের সমাবেশ: সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ
জামায়াতের সমাবেশ: সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ
2025-07-19
ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। সমাবেশ শুরুর ৬ ঘণ্টা আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। এছাড়া উদ্যানের বাইরেও অবস্থান করছেন জামায়াতের হাজার হাজার নেতাকর্মী। জুলাই গণহত্যার বিচার, ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতকরণ এবং মৌলিক সংস্কারসহ ৭ দফা দাবিতে এই জাতীয় সমাবেশের আয়োজন করেছে জামায়াত। সমাবেশে অংশ নিতে সারাদেশ থেকে প্রায় ১০ লাখ নেতা-কর্মীর উপস্থিতি আশা করছেন দলটির নেতারা। সারাদেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসা নেতাকর্মীরা রাজধানীতে মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাাঁড়িপাল্লা শোভা পাচ্ছে। দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট, পাঞ্জাবি পরে এসেছেন হাজারো নেতাকর্মী।
হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলছে সোহরাওয়ার্দী উদ্যানে
হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলছে সোহরাওয়ার্দী উদ্যানে
2025-05-03
নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ ৪ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ চলছে। আজ শনিবার (০৩ মে) সকাল ৯টায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এই মহাসমাবেশ শুরু হয়েছে। সমাবেশে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা ইতোমধ্যে বক্তব্য প্রদান শুরু করেছেন। এছাড়া শীর্ষ ওলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদরাও সমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশে যোগ দিতে ফজরের নামাজের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে সমাবেশস্থলে আসতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। সকাল ৭টার আগেই মূল সমাবেশস্থলে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। ঢাকার বাইরে থেকে আগতদের নির্ধারিত ৩টি পয়েন্ট ধরে সমাবেশস্থলে আসার অনুরোধ জানিয়েছেন সংগঠনটির নেতারা। সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। প্রশাসন জানিয়েছে, শান্তিপূর্ণ সমাবেশের পরিবেশ নিশ্চিত করতে তারা সতর্ক রয়েছেন।