আর্কাইভ
লগইন
হোম
সমাবেশ
ঢাকায় সিপিবির জাতীয় সমাবেশ ১৪ নভেম্বর
উগ্র ডানপন্থি শক্তির আস্ফালন প্রতিরোধ এবং পুরাতন কর্তৃত্ববাদী দুঃশাসনের পুনরাবৃত্তি রুখতে গণআন্দোলনের ধারায় বামপন্থি ও গণতান্ত্রিক শক্তির সরকার গঠনের আহ্বান নিয়ে আগামী ১৪ নভেম্বর (শুক্রবার) ঢাকায় জাতীয় সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সিপিবির সভাপতিমণ্ডলীর প্রথম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে এই কথা জানান।
2025-09-29
 মৌসুমীর ‘দেশটা তোমার বাপের নাকি’ এবারে ‘এ যুদ্ধ কবে হবে শেষ’
মৌসুমীর ‘দেশটা তোমার বাপের নাকি’ এবারে ‘এ যুদ্ধ কবে হবে শেষ’
2025-08-02
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংগীতশিল্পী মৌসুমী চৌধুরীর গাওয়া গান— ‘দেশটা তোমার বাপের নাকি’ সেই সময় প্রেরণা জুগিয়েছিল। ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সেই গান গাওয়া নিয়ে দুঃসময়ের কথা তুলে ধরেন এ সংগীতশিল্পী। মৌসুমী চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আমরা কথা বলতে পারিনি। আমাদের কোনো বাক্স্বাধীনতা ছিল না। ফলে অনেক কিছু আমাদের সহ্য করতে হয়েছে। তিনি বলেন, এখন মনে হচ্ছে, বাক্স্বাধীনতা পেয়েও পাইনি। এখন হয়তো স্বাধীনভাবে কথা বলতে পারছি, মুখটা আটকে ধরছে না কেউ, তবু আমরা স্বাধীন নই। আমরা অন্যায়ের প্রতিবাদ করেই যাচ্ছি। ‘দেশটা তোমার বাপের নাকি’—এ গানটির গল্প জানতে চাওয়া হলে মৌসুমী চৌধুরী বলেন, ১৬-১৭ বছর থেকেই আন্দোলন হচ্ছে। আমি ২০২২ সালে বিএনপির মহাসমাবেশ থেকে আন্দোলনে শামিল হয়েছি। গানটা রেকর্ড করা হয়েছিল ২০২৩ সালে। গানটি লিখেছেন আমার গুরু ইথুন বাবু।