বাংলাদেশিসহ ২৪ অবৈধ অভিবাসী গ্রেফতার মালয়েশিয়ায়
‘বাবু, দেশে ফেরার টাকাই নেই’ নরম স্বরে এমন কথাই বলছিলেন ৪০ বছর বয়সী এক ইন্দোনেশীয় নারী, যিনি কুয়ালালামপুরে অবৈধভাবে বসবাসের অভিযোগে গ্রেফতার হয়েছেন। অভিবাসন কর্মকর্তারা জিজ্ঞেস করেছিলেন কেন তিনি দেশে ফিরে যাচ্ছেন না — উত্তরে এভাবেই জানান তার অসহায়ত্বের কথা।
নারীটির ভাষায়, ‘দেশে কাজ পাওয়া কঠিন। তাই কয়েক বছর আগে বৈধভাবে মালয়েশিয়ায় এসেছিলাম। পাসপোর্ট ছিল, কাজও পেয়েছিলাম পরিচ্ছন্ন কর্মী হিসেবে। এখন মাসে প্রায় ১,৪০০ রিঙ্গিত আয় করি, এর মধ্যে ৫০০ থেকে ৬০০ রিঙ্গিত দেশে পাঠাতে পারি।’