ইসরাইলি হামলায় গাজায় আরও ৯৪ ফিলিস্তিনি নিহত
ইসরাইলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে অন্তত ৯৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৩৯ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৬০,৯৩৩ জনে দাঁড়িয়েছে।
গতকাল সোমবার (০৪ আগস্ট) সন্ধ্যার পর এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা আনাদোলু’র।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় প্রায় দুইবছর ধরে চলা ইসরাইলি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা ৬০,৯৩৩ জনে পৌঁছেছে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১,৫০,০২৭ জন ফিলিস্তিনি।