বাসের ধাক্কায় সিকিউরিটি গার্ড নিহত, ডিপো ইনচার্জ গ্রেফতার
ঢাকার ডেমরা থানাধীন দেইল্লায় বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে পড়ে এক সিকিউরিটি গার্ড নিহতের ঘটনায় ডিপোর ইনচার্জ ফসিয়ার রহমানকে (৬৪) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ১৬ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৭টায় দেইল্লা এলাকায় অবস্থিত রাজধানী ও অছিম গাড়ির ডিপোতে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের ছেলে মো. রাকিব সরদার ডেমরা থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত ফসিয়ার রহমান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মাকরাইল গ্রামের মৃত মোকাদ্দেস শিকদারের ছেলে। তিনি বর্তমানে ডেমরার বামৈল এলাকায় বসবাস করতেন। মামলার অপর আসামি রাজধানী পরিবহনের বাসের হেলপার রানা (৩৮)।