আর্কাইভ
লগইন
হোম
নড়াইল
নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
নড়াইল জেলার কালিয়া উপজেলায় ফুটবল খেলা কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জিল্লুর রহমান সরদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন জিতু মোল্যা (২০) নামে এক শিক্ষার্থী। গতকাল শুক্রবার (১১ জুলাই) বিকেলে কালিয়া পৌরসভার একলাছ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে মৃত্যু হয় জিল্লুর রহমানের। জিল্লুর রহমান সরদার কালিয়া উপজেলার কুলশুর গ্রামের বাসিন্দা। আহত জিতু মোল্যা একই উপজেলার পাঁচ কাউনিয়া গ্রামের আনোয়ার মোল্যার ছেলে।
9 ঘন্টা আগে