আর্কাইভ
লগইন
হোম
সংবাদ সম্মেলন
‘ব্যাংক লুটের টাকায় ককটেল কিনছে আ.লীগ’: রিজভী
দেশের বিভিন্ন ব্যাংক থেকে লুট করা টাকা দিয়ে আওয়ামী লীগ ককটেল কিনে নাশকতা চালাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিস্ট আমলে যারা অপরাধ করেছে; নির্দেশ দিয়েছে—তারাই লজ্জাহীনভাবে বাসে আগুন দিচ্ছে। বিভিন্ন ব্যাংক থেকে লুটের টাকায় ককটেল কেনা হচ্ছে। পদ্মা সেতু আর মেট্রোরেলের আত্মসাৎ করা টাকা থেকেই নাশকতার টাকার যোগান আসছে। বিভিন্ন ব্যাংক থেকে লুটের টাকায় ককটেল কেনা হচ্ছে।
3 দিন আগে
এদেশের ফুটসাল নিয়ে আশাবাদী ইরানি কোচ
এদেশের ফুটসাল নিয়ে আশাবাদী ইরানি কোচ
2025-07-28
হামজা চৌধুরী ও সামিত সোমের আগমনের পর নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে বাংলাদেশের ফুটবলে। স্ট্যান্ডার্ড ফুটবলের পাশাপাশি সেই জোয়ার ছুঁয়ে গেছে ফুটসালেও। এতদিন উপেক্ষিত থাকা এই খেলার বিকাশে বড়সড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই যাত্রার সূচনাতেই আন্তর্জাতিক মানের এক কোচকে দায়িত্বে এনেছে সংস্থাটি; ইরানের সাঈদ খোদারাহমি। গত শনিবার (২৬ জুলাই) রাতে ঢাকায় এসে রোববার সংবাদ সম্মেলনে হাজির হন ৫৯ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমানের সঙ্গে বসে নিজের পরিকল্পনা তুলে ধরেন তিনি। আবেগভরা কণ্ঠে বলেন, ‘বাংলাদেশে আজ ফুটসালের জন্ম হয়েছে। এটি এখনো শিশু, আর ইরান সেই দৃষ্টিকোণ থেকে বিশ্ববিদ্যালয়। এই শিশুকে বড় করে তোলার দায়িত্ব আমি নিতে চাই।’
শোকের মধ্যেও বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের সাফল্য
শোকের মধ্যেও বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের সাফল্য
2025-07-22
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে টানা ৬ ম্যাচ জিতে শিরোপা ধরে রাখলেও, গতকাল সোমবার (২১ জুলাই) রাতে বাংলাদেশের মুখে ছিল না উৎসবের হাসি। কারণ, ঠিক সেদিনই ঢাকার উত্তরা এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান অন্তত ২৭ জন, আহত হয়েছেন আরও অনেকে। এই শোকাবহ দিনের ঠিক আগে বসুন্ধরা কিংস অ্যারেনায় নেপালের বিপক্ষে ৪-০ গোলে দুর্দান্ত এক জয় পায় বাংলাদেশ। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাগরিকা একাই করেন ৪ গোল। দল রাউন্ড রবিন লিগ শেষ করে শতভাগ জয় নিয়ে। কিন্তু মাঠে সেই চেনা উল্লাস ছিল না। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ পিটার জেমস বাটলার বললেন ঠিক সেটাই, ‘আজকের ভয়াবহ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমি গভীর শোক জানাচ্ছি। যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করি। এই সময়টা উদযাপনের নয়।’