আর্কাইভ
লগইন
হোম
সংবাদ সম্মেলন
পাঁচ দাবি আদায়ে কর্মসূচি দিল মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিশ
মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিশ ৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। দাবি আদায়ে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী সব জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল করবে দলটি। আজ রোববার রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা হয়। ৫ দাবিগুলো হলো— (১) অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন, (২) আওয়ামী লীগের দোসর হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা, (৩) আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) তৈরি, (৪) সংসদের উচ্চকক্ষে প্রতিনিধি নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতির (পিআর) বাস্তবায়ন এবং (৫) জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা।
2025-09-14
মিরাজরা ইনিংস বড় করতে চান
মিরাজরা ইনিংস বড় করতে চান
2025-07-08
দারুণ শুরুর পর হুট করে নামে ধস, টপ অর্ডার ভালো করলে মিডলের ছন্নছাড়া ব্যাটিং, কখনও আবার লোয়ার অর্ডারে আসে না পর্যাপ্ত রান। বিগত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের ব্যাটারদের এই সমস্যা প্রকট। শ্রীলংকার বিপক্ষেও ইনিংস বড় করতে ধুঁকেছে টাইগাররা। সিরিজ নির্ধারণী ম্যাচে আজ অন্তত তেমন কিছু চান না পারভেজ হোসেন ইমন। মেহেদী হাসান মিরাজ ব্রিগেডের চাওয়া উইকেটে থিতু হওয়া এবং ইনিংস বড় করা। ব্যক্তিগত ইনিংস বড় হলে স্কোরবোর্ডে বেশি রান জমা হবে। জুটি হলে আসবে কাঙ্ক্ষিত রান। পাল্লেকেলের ব্যাটিংবান্ধব উইকেটে এমন লক্ষ্য স্থির করেই নামবে টাইগাররা। ৩ ওয়ানডের শেষ ম্যাচটি এখন সিরিজের ‘ফাইনাল’ বনেছে।