আর্কাইভ
লগইন
হোম
কিউবা
‘হয় চুক্তি করুন, নয়তো ফল ভোগ করুন’, কিউবাকে ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়িয়ে ঘোষণা করেছেন, ভেনেজুয়েলা থেকে আর কোনো তেল বা অর্থ কিউবায় যাবে না। তিনি সমাজতান্ত্রিক শাসিত এই দ্বীপ রাষ্ট্রটিকে সতর্ক করে দিয়ে দ্রুত ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন। ভেনেজুয়েলা কিউবার প্রধান তেল সরবরাহকারী দেশ হলেও গত ০৩ জানুয়ারি মার্কিন বাহিনীর অভিযানে কারাকাসের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার পর থেকে সেখান থেকে কিউবায় তেলের কোনো চালান পাঠানো হয়নি। গতকাল রোববার (১১ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প কঠোর ভাষায় লিখেছেন, কিউবার জন্য ভেনেজুয়েলার তেল ও অর্থের জোগান এখন থেকে সম্পূর্ণ বন্ধ। তিনি কিউবা সরকারকে উদ্দেশ্যে করে বলেন যে, অনেক দেরি হয়ে যাওয়ার আগেই তাদের একটি ‘ডিল’ বা চুক্তিতে আসা উচিত। ট্রাম্প দাবি করেন, কিউবা দীর্ঘ সময় ধরে ভেনেজুয়েলার তেল ও অর্থের ওপর নির্ভরশীল ছিল এবং বিনিময়ে তারা ভেনেজুয়েলার একনায়কদের নিরাপত্তা সেবা প্রদান করত, যা এখন আর সম্ভব নয়।
2026-01-12