ইরানে নতুন নেতৃত্ব দেখতে চান ডোনাল্ড ট্রাম্প
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহতের পর সেখানে নতুন নেতৃত্বের দায়িত্ব নেওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে মূলতঃ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে সরানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।
গতকাল শনিবার (১৭ জানুয়ারি) সংবাদমাধ্যম পলিটিকোকে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।’
বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করায় খামেনির সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘একটি দেশের নেতা হিসেবে তিনি যা করেছেন, তা দেশের জন্য পুরো ধ্বংসযজ্ঞ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে পরিমাণ সহিংসতা হয়েছে। এটি আগে কখনো দেখা যায়নি।’