চট্টগ্রামে দেরিতে পৌঁছেছে এক ট্রেন, আরেক ট্রেন ধরতে পারেননি যাত্রীরা
রাজধানী ঢাকা থেকে ‘মহানগর এক্সপ্রেস’ নামের একটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে ২ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে চট্টগ্রাম রেলস্টেশনে এসে পৌঁছায়। এই ট্রেনটি দেরিতে আসায় প্রায় ১০০ যাত্রী চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেন ধরতে পারেননি।
ট্রেন না পেয়ে স্টেশনেই বিক্ষোভ করেছেন তারা। যাত্রীরা রেললাইনে অবস্থান নেওয়ায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকে যায়।
পরে ১ ঘণ্টা ১০ মিনিট দেরিতে ছাড়ে সেই ট্রেন। আজ রোববার (২৪ আগস্ট) সকালে চট্টগ্রাম রেলস্টেশনে এই ঘটনা ঘটে।