পাকিস্তান দলকে হারিয়ে সমতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
প্রথম ম্যাচের তিক্ততা ভুলে এবার হাসিমুখে মাঠ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। কক্সবাজারে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে মেয়েরা। এতে ১-১ সমতায় ফিরলো সিরিজ।
পাকিস্তান আগে ব্যাট করে ৮১ রানের লক্ষ্য দিয়েছিল। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ৪ রানে আউট হয়ে যান অধিনায়ক অরিত্রী মণ্ডল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল। ওপেনার সুমাইয়া আক্তার একে একে ৩ সতীর্থকে সাজঘরে ফিরতে দেখেও ধৈর্য হারাননি।