চট্টগ্রামে চাঁদাবাজদের উৎপাত, রক্ষা পেতে জেলা প্রশাসককে চিঠি
চট্টগ্রাম কর্ণফুলী নদীতে বালি উত্তোলনকারী প্রতিষ্ঠানের বাল্কহেড ড্রেজার জিম্মি করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
চাঁদাবাজি বন্ধে চট্টগ্রাম জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন রাঙ্গুনিয়ার পোমরা মৌজায় কর্ণফুলী নদীর বালি অপসারণের জন্য কার্যাদেশ পাওয়া ঠিকাদার আহমদ মোস্তফা।
গতকাল রোববার (১৭ আগস্ট) চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে এ চিঠি দেওয়া হয়। ঠিকাদার আহমদ মোস্তফা চিঠিতে জানান, গত ০৩ জুলাই কর্ণফুলী নদীর পানি স্বাভাবিক রাখার স্বার্থে নদী থেকে বালি বা মাটি অপসারণের জন্য কার্যাদেশ পেয়েছেন তিনি। এরপর থেকে রাঙ্গুনিয়ার পোমরা মৌজার কর্ণফুলী নদী এলাকা থেকে বালি ড্রেজিং এর মাধ্যমে অপসারণ করছিলেন।