রাজশাহীর মোহনপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোচালক নিহত
রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় এক অটোচালককে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহত অটোরিকসা চালকের নাম ফজলুর রহমান (৩৫)। তিনি রাজশাহী জেলার তানোর উপজেলার কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, গতকাল শনিবার (০৮ নভেম্বর) সন্ধ্যার পর মোহনপুর উপজেলার কেশরহাট শিয়ালকোলা এলাকায় যাত্রীবেশি ছিনতাইকারীরা তার অটোরিকসাটি ছিনতাইয়ের চেষ্টা করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা ফজলুর রহমানের গলায় ছুরিকাঘাত করে।
গতকাল শনিবার (০৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার করে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।