ভোর থেকে বৃষ্টিতে জলাবদ্ধতা, রাজধানীতে যানজটে ভোগান্তিতে অফিসগামী মানুষ
গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) রাতের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, ফলে সকাল থেকে তৈরি হয়েছে তীব্র যানজট। বিশেষ করে মিরপুর এলাকার কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর-১০, ১৩, ১৪ ও কালশি সড়কে পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ।
সকাল ৭টার পর থেকেই পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি। এর সঙ্গে চলছে বিভিন্ন সড়কে উন্নয়ন কাজ, যা ভোগান্তি আরও বাড়িয়েছে।