ধানমন্ডি ২৭ সড়ক- এখন শহিদ ফারহান ফাইয়াজ সড়ক নামে
২৪শে’র জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ফারহান ফাইয়াজের নামে নামকরণ করা সড়কের ফলক উন্মোচন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
আজ শনিবার (১৭ মে) ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডে তার নামে সড়কের ফলক উন্মোচন করেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া। এ সময় শহিদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভুঁইয়া এবং তার শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।