আর্কাইভ
লগইন
হোম
বিসিবি
বিসিবি’র নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তামিমকে নিয়ে যা বললেন বুলবুল
গত ৩ মাস আগে বিসিবি সভাপতির চেয়ারে বসেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তখনই জানিয়েছিলেন, লম্বা সময় বোর্ডে থাকার ইচ্ছে নেই। তবে সেই সিদ্ধান্ত বদলে এবার তিনি ঘোষণা দিয়েছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বিসিবির আসন্ন নির্বাচনে তিনি পরিচালক পদে লড়াই করবেন। গতকাল মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে অবকাঠামো ও সুযোগ-সুবিধা ঘুরে দেখেন বুলবুল। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই।’
5 দিন আগে
ভারতের সফর বিষয়ে যা বলছে বিসিবি
ভারতের সফর বিষয়ে যা বলছে বিসিবি
2025-07-01
বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে গত এক সপ্তাহ বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় দলের খোঁজ নেওয়ার সময় যেন ছিল না। বিসিবির হুট করে মনে হয়েছে, অনেক এজেন্ডা বাকি। তাই রেকর্ডসংখ্যক এজেন্ডা নিয়ে গতকাল সোমবার (৩০ জুন) বিসিবির পরিচালনা পর্ষদের সভা ডেকেছিলেন আমিনুল। সভায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে সিদ্ধান্ত হয়েছে। এর সামনের আসর বসবে ডিসেম্বর-জানুয়ারিতে। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। প্রায় ছয় ঘণ্টারও বেশি সময়ের ম্যারাথন সভা শেষে রাত সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলন কক্ষে আসেন বিসিবি সভাপতি আমিনুল ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ।
নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিলেন
নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিলেন
2025-06-28
শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে দ্বিতীয় টেস্ট শেষেই বাংলাদেশের টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত। এর পূর্বে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই তার টেস্ট নেতৃত্বে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শান্তর টেস্ট অধিনায়ক হিসেবে চালিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ ছিল, এবং শেষ পর্যন্ত তিনি নিজেই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। আজ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ৭৮ রানের লজ্জার হারের পর তিনি সংবাদ সম্মেলনে এসে এই ঘোষণা দেন। বিসিবিকেও এই সিদ্ধান্ত জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন এই বাঁহাতি ব্যাটার। বিগত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর ৩ ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু সবকিছু ঠিকঠাক মতো গুছিয়ে ওঠার আগেই একে একে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তিনি। আসলে গত বছরই নেতৃত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বাঁহাতি এই ব্যাটার। তবে তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুরোধে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন শান্ত। যদিও তখনই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দেন তিনি।
তাসকিন-নাঈম-শামীম ফিরলেন, ওয়ানডে অধিনায়ক মিরাজ
তাসকিন-নাঈম-শামীম ফিরলেন, ওয়ানডে অধিনায়ক মিরাজ
2025-06-23
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে । আজ সোমবার (২৩ জুন) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এবার দলে সবচেয়ে বড় চমক নাঈম শেখ। প্রায় ২ বছর পর ওয়ানডে দলে ফিরলেন এই বাঁহাতি ওপেনার। বিগত ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন নাঈম শেখ। তবে সাম্প্রতিক বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আবারও ডাক পেয়েছেন জাতীয় দলে। দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন আরেক ব্যাটার শামীম পাটোয়ারী। ইনজুরি কাটিয়ে ফিরেছেন তাসকিন আহমেদ। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন এই পেসার।