আর্কাইভ
লগইন
হোম
বিসিবি
এবার সুখবর পেলেন তাসকিন ও মুস্তাফিজ
আরব আমিরাতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টি (আইএল টি–টোয়েন্টি)–এর চতুর্থ আসর শুরু হবে আগামী ০২ ডিসেম্বর, আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ০৪ জানুয়ারি। ৬ দলকে নিয়ে ৩৪ ম্যাচের এই প্রতিযোগিতা আবুধাবি, দুবাই ও শারজাহ-এই তিন শহরে আয়োজন করা হবে। এবারের আসরে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ দলের দুই তারকা পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে ০৩ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
2025-11-23
ম্যাচ ফিক্সিংয়ে জড়িতদের ‘নীরবে’ বিপিএল থেকে বাদ দেবে বিসিবি
ম্যাচ ফিক্সিংয়ে জড়িতদের ‘নীরবে’ বিপিএল থেকে বাদ দেবে বিসিবি
2025-10-13
বিসিবির ৩ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গত আসরের ফিক্সিং তদন্তে ১৮-২০ জনের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে। তাদের নামসহ একটি প্রাথমিক প্রতিবেদন ইতিমধ্যে বোর্ডে জমা পড়েছে। চলতি মাসের শেষ দিকে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে বিপিএল গভর্নিং কাউন্সিল আসন্ন ১২তম আসর থেকেই সংশ্লিষ্ট ব্যক্তিদের নীরবে প্রতিযোগিতা থেকে বাদ দিতে চায়। একজন সিনিয়র বিসিবি কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘যেহেতু প্রতিবেদনটি এখনো প্রকাশিত হয়নি, তাই কারও নাম আনুষ্ঠানিকভাবে বলা হবে না। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে অনানুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে যেন তারা ঐসব খেলোয়াড় বা কর্মকর্তাকে দলে না নেয়।’ তিনি আরও যোগ করেন, ‘বিতর্কিত কেউ যেন বিপিএলের অংশ না হয়, সেটিই আমাদের মূল লক্ষ্য।’
দেশে বিভাগীয় পর্যায়ে ‘মিনি বিসিবি’ চালুর ঘোষণা দিলেন সভাপতি বুলবুল
দেশে বিভাগীয় পর্যায়ে ‘মিনি বিসিবি’ চালুর ঘোষণা দিলেন সভাপতি বুলবুল
2025-10-09
আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নতুনভাবে দায়িত্ব নিয়েছেন। নির্বাচিত হওয়ার পর পরই কাজে নেমে পড়েছেন এই সাবেক ক্রিকেটার। দেশের ক্রিকেট এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছে, সেখান থেকে আরেকটা স্টেজে নিয়ে যাওয়াই চ্যালেঞ্জ- এমনটাই বললেন নবনির্বাচিত বিসিবি সভাপতি। এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছে, সেখান থেকে আরেকটা স্টেজে নিয়ে যাওয়াই চ্যালেঞ্জ। একটা টিম তখনই ভালো খেলে, যখন অর্গানাইজিং টিমটা ভালো থাকে। ’ তিনি আরও বলেন, ‘রাজশাহী ও রংপুর মিলে একটা বিভাগ, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা বিভাগ। এই ৬ টা বিভাগ নিয়ে আমরা কাজ করছি। এই ৬ টা বিভাগে ৬ টা ছোট বিসিবির অফিস থাকবে। তার কাজ হবে জেলার কোচ যারা আছে তাদের মনিটর করা, তাদের কাজ ফলো করা, ইভেন্ট চালানো। এগুলো যখন চালু হবে তখন দেশব্যাপী ক্রিকেট চালু হয়ে যাবে।’
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল
2025-10-06
আমিনুল ইসলাম বুলবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। আজ সোমবার (০৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ। এতে জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হন তিনি। পরে সভাপতি নির্বাচনেও জয়লাভ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। এর পূর্বে বিসিবি পরিচালক পদে কারা নির্বাচিত হয়েছেন, তাদের নাম প্রকাশ করেন নির্বাচন কমিশনার। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ৩ ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দুইজন পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন। আজ সোমবার (০৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়