কুয়েট ভিসির পদত্যাগ দাবি: প্রতীকী গদি জ্বালালেন শিক্ষার্থীরা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের ১ দফা দাবিতে ভিসির প্রতীকী গদি জ্বালানো কর্মসূচি পালন করেছেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের অংশ হিসেবে গতকাল শনিবার (১৯ এপ্রিল) বিকেলে তারা ক্যাম্পাসে প্রতীকী গদি জ্বালিয়ে বিক্ষোভ করেন।
কুয়েট ক্যাম্পাসের দুর্বার বাংলা পাদদেশে এ কর্মসূচিতে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা একটি চেয়ারে ভিসির গদি লিখে সেটিকে আগুন দিয়ে জ্বালিয়ে বিক্ষোভ পালন করেন। তারা বলেন, কুয়েট ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। শিক্ষার্থীরা বিক্ষোভ চলাকালে ‘দালাল ভিসি বহাল কেন-ইন্টেরিম জবাব চাই, জ্বালোরে জ্বালো-আগুন জ্বালো, কুয়েট ভিসির গদিতে-আগুন জ্বালো একসাথে’ এমন নানান শ্লোগান দেন।