চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যুবককে গুলি করে-কুপিয়ে হত্যা
চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় পদুয়া ইউনিয়নে গুলি ও কুপিয়ে মো. রাসেল (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে মোবারক আলী টিলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মো. রাসেল একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম গণমাধ্যমকে বলেন, আজ বৃহস্পতিবার বিকেলে মোবারক আলী টিলা এলাকায় সন্ত্রাসীরা মো. রাসেলকে গুলি করে ও কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করা হয়।