আর্কাইভ
লগইন
হোম
কার্লোভি ভেরি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
কার্লোভি ভেরি পুরস্কার পেলো বাংলাদেশি সিনেমা ‘বালুর নগরীতে’
ইউরোপের মর্যাদাসম্পন্ন কার্লোভি ভেরি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘প্রক্সিমা প্রতিযোগিতা’ বিভাগে সেরা পুরস্কার ‘গ্র্যান্ড প্রিক্স’ জিতেছে মেহেদী হাসান পরিচালিত সিনেমা ‘বালুর নগরীতে’। গত শনিবার (১২ জুলাই) রাতে চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভেরিতে উৎসবের শেষ দিনে এই পুরস্কার ঘোষণা করা হয়। ঐ দিন প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পরিচালক মেহেদী হাসান, প্রযোজক রুবাইয়াত হাসান এবং সিনেমার কলাকুশলীরা। ‘বালুর নগরীতে’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে শহরের বালুকে ঘিরে। একদিকে স্কুটার চালিয়ে বিড়ালের জন্য বালু সংগ্রহ করে এমা (অভিনয়ে ভিক্টোরিয়া চাকমা), আরেকদিকে বালুর প্ল্যান্টে কাজ করা হাসান (মোস্তফা মন্ওয়ার) চুরি করা উপকরণ দিয়ে নিজের বাড়িতে কাঁচ তৈরির চেষ্টা করে। একদিন বালু সংগ্রহ করতে গিয়ে এমা পায় একটি বিচ্ছিন্ন আঙুল- যা গল্পে আনে রহস্য আর নাটকীয় মোড়।
9 ঘন্টা আগে