আর্কাইভ
লগইন
হোম
হারশালি মালহোত্রা
‘বজরঙ্গি ভাইজান’-এর মুন্নি ১০ বছর পর ফিরছেন বড় পর্দায়
গত এক দশক পূর্বে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’। সে সময় সিনেমাটি ব্লকবাস্টার তকমা পেয়েছিল। সিনেমাটিতে মুন্নি চরিত্রে দর্শকের মন জয় করে নিয়েছিলেন ছোট্ট হারশালি মালহোত্রা। সেই মুন্নি এখন প্রাপ্তবয়স্ক তরুণী। এবার তিনি এক দশক পর ফিরছেন বড় পর্দায়। বড় পরিসরে দক্ষিণী সিনেমায় হতে যাচ্ছে তার অভিষেক। তেলেগু সুপারস্টার নন্দামুরি বালাকৃষ্ণকে নিয়ে বয়াপাট্টি শ্রেণু নির্মাণ করেছেন ‘অখণ্ডা-২’। সিনেমাটি নিয়ে গত শুক্রবার (১৪ নভেম্বর) একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই বালাকৃষ্ণের সঙ্গে দেখা গেছে হারশালিকে। সেখানে নতুন সিনেমা নিয়ে তার প্রত্যাশার কথা জানিয়ে হারশালির অভিনয়ের ব্যাপক প্রশংসাও করেন তেলুগু সুপারস্টার।
3 ঘন্টা আগে