‘আশা রাখি কাঞ্চন ভাই যুদ্ধে জয়ী হয়ে ফিরবেন’: চম্পা
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় জুটি ইলিয়াস কাঞ্চন ও চম্পা। পেশার বাইরেও এ দুইজন সব সময়ই পারিবারিকভাবেও যোগাযোগ রক্ষা করতেন। পর্দার নায়ক ব্যক্তি জীবনে চম্পাকে বোন এবং বন্ধু হিসেবে দেখেন। চম্পাও ইলিয়াস কাঞ্চনকে বড় ভাই এবং বন্ধু হিসেবে শ্রদ্ধার জায়গায় স্থান দেন। ইলিয়াস কাঞ্চন এখন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে চিকিৎসাধীন। চম্পা নিয়মিতই তার খোঁজখবর নিচ্ছেন।