আর্কাইভ
লগইন
হোম
সামান্তা শারমিন
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা দূরভিসন্ধিমূলক: নাহিদ ইসলাম
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যারা এখন এই বিষয়ে কথা বলছেন, তাদের মধ্যে ‘দূরভিসন্ধি’ রয়েছে। গতকাল বুধবার (২২ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, আমরা বৈঠকে জানতে চেয়েছিলাম-তত্ত্বাবধায়ক সরকার কি আসছে? আইন উপদেষ্টা আমাদের জানিয়েছেন, এটা তত্ত্বাবধায়ক সরকার নয়, তবে তত্ত্বাবধায়কের মতো নিরপেক্ষ আচরণের কথা বলা হয়েছে। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিষয়টি জুলাই সনদের আওতাভুক্ত। সেখানে আলোচনা হয়েছে কেমন প্রক্রিয়ায় এই সরকার গঠিত হবে, কী কাঠামো হবে, এমনকি নোট অব ডিসেন্টও রয়েছে। তাই গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সুযোগ নেই। যদি কেউ এখন এসব কথা বলে, তাহলে বুঝতে হবে তাদের উদ্দেশ্য খারাপ।
2025-10-23
ফ্যাসিবাদের কবর রচনা করে এনসিপি উঠে এসেছে: হাসনাত আবদুল্লাহ
ফ্যাসিবাদের কবর রচনা করে এনসিপি উঠে এসেছে: হাসনাত আবদুল্লাহ
2025-07-26
ফ্যাসিবাদের কবর রচনা করে এনসিপি ওঠে এসেছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এনসিপি কোনো চাঁদাবাজের, টেন্ডারবাজের দল নয়। এনসিপি সংকট থেকে ওঠে এসেছে। সমস্যা সমাধান করে এনসিপি উঠে এসেছে। তিনি সিলেটে এনসিপিকে শক্তিশালী করার আহ্বান জানান । গতকাল শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এনসিপির জুলাই পদযাত্রা শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশ গড়তে জুলাই পদযাত্রা’কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেটে পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
প্রতিটি ঘরে ঘরে আমরা ইনসাফের উন্নয়ন পৌঁছে দিতে চাই: বান্দরবানে নাহিদ ইসলাম
প্রতিটি ঘরে ঘরে আমরা ইনসাফের উন্নয়ন পৌঁছে দিতে চাই: বান্দরবানে নাহিদ ইসলাম
2025-07-20
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কোনো নিপীড়ন বা বিভাজন আমরা মেনে নেব না, বান্দরবানের প্রতিটি মানুষের ঘরে ঘরে আমরা ইনসাফের উন্নয়ন পৌঁছে দিতে চাই। গতকাল শনিবার (১৯ জুলাই) রাত ৮টা ২২ মিনিটে কক্সবাজার থেকে সড়ক পথে কেন্দ্রীয় নেতারা বান্দরবান সদরে পৌঁছান। পরে বাস স্টেশন থেকে কেন্দ্রীয় নেতারা পদযাত্রা করে প্রধান সড়ক ধরে ট্রাফিক মোড়ের সোনালী ব্যাংকের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ এ স্লোগানকে সামনে রেখে আজ প্রথমবারের মতো বান্দরবানে অনুষ্ঠিত হলো এনসিপির পদযাত্রা।