আর্কাইভ
লগইন
হোম
সামান্তা শারমিন
৫৩ বছরে ‘মাফিয়াতন্ত্রে’ পরিণত হয়েছে দেশ: সামান্তা শারমিন
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থা গত ৫৩ বছরে একটি ‘মাফিয়াতন্ত্র’ ‘গুণ্ডামীতন্ত্রে’ পরিণত হয়েছে। অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রতিটি জায়গায় সিন্ডিকেট ও দখলদারিত্বের প্রভাব প্রতিষ্ঠিত হওয়ায় দেশে কার্যত একটি অর্থনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। তিনি বলেন, ‘আমাদের প্রত্যেকটা জায়গায় অর্থনীতিতে মাফিয়াতন্ত্র, গুণ্ডামীতন্ত্র—এভাবেই বাংলাদেশ চলছে।’ গতকাল শনিবার (১৫ নভেম্বর) বিকালে ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কনফারেন্স রুমে ‘ন্যাশনাল অ্যাগ্রিকালচারিস্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ’ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
3 দিন আগে
চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না: হাসনাত আবদুল্লাহ
চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না: হাসনাত আবদুল্লাহ
2025-07-29
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছেন, তাদের হুঁশিয়ারি দিয়ে দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না। ময়মনসিংহে গতকাল সোমবার (২৮ জুলাই) বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভায় এই হুঁশিয়ারি দেন তিনি। শহরের টাউন হলের মাঠে বৃষ্টির মধ্যে আয়োজিত সভায় হাসনাত আবদুল্লাহ বলেন, ‘খুবই দুঃখজনক বিষয়, আমাদের নাম–পরিচয় ব্যবহার করে, এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। আমাদের নেতা–কর্মী যারা আছেন, আমরা মুখে মুখে বলব, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি গিয়ে করবেন চাঁদাবাজি—এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাশত করব না। আমাদের লাখ লাখ কর্মীর দরকার নেই। আমাদের লাখ লাখ নেতার দরকার নেই। এই চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না।’
ফ্যাসিবাদের কবর রচনা করে এনসিপি উঠে এসেছে: হাসনাত আবদুল্লাহ
ফ্যাসিবাদের কবর রচনা করে এনসিপি উঠে এসেছে: হাসনাত আবদুল্লাহ
2025-07-26
ফ্যাসিবাদের কবর রচনা করে এনসিপি ওঠে এসেছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এনসিপি কোনো চাঁদাবাজের, টেন্ডারবাজের দল নয়। এনসিপি সংকট থেকে ওঠে এসেছে। সমস্যা সমাধান করে এনসিপি উঠে এসেছে। তিনি সিলেটে এনসিপিকে শক্তিশালী করার আহ্বান জানান । গতকাল শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এনসিপির জুলাই পদযাত্রা শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশ গড়তে জুলাই পদযাত্রা’কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেটে পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।