কানাডায় দেখা হলো দুই কিংবদন্তি কণ্ঠশিল্পীর
সম্প্রতি কানাডা সফরে গিয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। প্রবাসীদের আমন্ত্রণে গান গাইতেই মূলত তার এবারের সফর। অন্যদিকে, দীর্ঘসময় ধরে একমাত্র পুত্র নিবিড়ের চিকিৎসার কারণে কানাডায় অবস্থান করছেন আরেক গুণী সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সাবিনা ইয়াসমিন নিজেও কুমার বিশ্বজিতের গান পছন্দ করেন। তাকে অত্যন্ত স্নেহও করেন। কুমার বিশ্বজিতেরও ভালোবাসা ও শ্রদ্ধার জায়গায় সবসময়ই রয়েছেন সাবিনা ইয়াসমিন।