জালিয়াতির অভিযোগে বলিউড জনপ্রিয় পরিচালক বিক্রম ভাট গ্রেফতার
জনপ্রিয় বলিউড পরিচালক বিক্রম ভাট জালিয়াতির অভিযোগে গ্রেফতার হয়েছেন। রাজস্থান পুলিশের যৌথ অভিযানে বান্দ্রায় তার শ্যালিকার বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরিচালক বিক্রম এবং তার স্ত্রী শ্বেতাম্বরীর বিরুদ্ধে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন উদয়পুরের বিখ্যাত আইভিএফ চিকিৎসক এবং ইন্দিরা আইভিএফ-এর প্রতিষ্ঠাতা অজয় মুর্দিয়া।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, চিকিৎসক অজয় মুর্দিয়ার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই পরিচালক বিক্রমকে গ্রেফতার করেছে পুলিশ। উদয়পুরের ভূপালপারা থানায় বিক্রম ভাট ও তার স্ত্রীসহ মোট ৬ জনের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করা হয়েছিল।