পাকিস্তানের হামলা: নিহত ৩ আফগান ক্রিকেটার শেষ খাবারও খেতে পারেননি
পাকিস্তানের বিমান হামলায় প্রাণ হারান আফগানিস্তানের ৩ ক্লাব পর্যায়ের ক্রিকেটার। গত শনিবার (১৮ অক্টোবর) আফগানিস্তানের পাকতিকা প্রদেশে এই হামলায় কবির আগা, সিবঘাতুল্লাহ ও হারুন নামের ৩ ক্রিকেটার নিহত হন।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় আরও ৫ জন স্থানীয় নাগরিক নিহত এবং ৭ জন আহত হয়েছেন।
এসিবির বিবৃতিতে বলা হয়, নিহত ৩ ক্রিকেটার শনিবার পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় একটি প্রীতি ম্যাচে অংশ নিতে গিয়েছিলেন। খেলা শেষে উরগুন জেলায় এক বন্ধুর বাসায় ডিনারে আমন্ত্রিত ছিলেন তারা। কিন্তু রাতের খাবার শুরু করার আগেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। হামলার প্রথম ধাক্কাতেই তারা প্রাণ হারান।