কক্সবাজারে অবকাশের নতুন ঠিকানা বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস
যেখানে পাহাড় ছুঁয়েছে সমুদ্রকে, আর স্বপ্ন ছুঁয়েছে বাস্তবকে- সেখানেই জন্ম নিয়েছে আতিথেয়তার এক নতুন ইতিহাস! বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের সফট ওপেনিং আগামী ১৫ নভেম্বর। যে মুহূর্তের জন্য অপেক্ষায় ছিল টুরিস্টপ্রেমী বাংলাদেশ-সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিচ্ছে হিমছড়ির কোলে!
দেশের পর্যটন রাজধানী কক্সবাজারে যুক্ত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নতুন এক আতিথেয়তা প্রতিষ্ঠান। দক্ষিণ এশিয়ার অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান Goldsands Group নিয়ে আসছে আন্তর্জাতিক ৪ তারকা মানের হোটেল Best Western Plus Bay Hills Hotel.