ইরান ২০ লাখ লিটার তেলসহ ট্যাংকার জব্দ করলো
ইরান ওমান সাগরে একটি বিদেশি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে। জাহাজটি আনুমানিক ২০ লাখ লিটার চোরাই জ্বালানি বহন করছিল। হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মোজতবা গাহরেমানি আজ বুধবার (১৬ জুলাই) এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ইরানের সামুদ্রিক সীমানায় সন্দেহজনকভাবে জ্বালানি চোরাচালানের ওপর নজরদারির মধ্যে এই ট্যাংকারটি জব্দ করা হয়। খবর বার্তা সংস্থা মেহের-এর।