আর্কাইভ
লগইন
হোম
শিক্ষক
সেইসব শিক্ষকদের ক্যাম্পাসে আসতে নিষেধ করলেন ডাকসু নেতা
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে বিবৃতি দেওয়া শিক্ষক ও কর্মকর্তাদের আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে নিষেধ করেছেন ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক খান জসিম। গতকাল সোমবার (১৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ডাকসুর এই নেতা বলেন, ‘রেজিস্ট্রার বিল্ডিংয়ের ডেপুটি রেজিস্ট্রার আর ১০০১ জনের যে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছো, নিজের ভালো চাইলে আগামীকাল থেকে আর ক্যাম্পাসে আইসো না। পাইলেই ধপাধপ হবে বলে দিলাম।’
6 দিন আগে
কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের রাতযাপন
কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের রাতযাপন
2025-10-13
কেউ কাঁথা বিছিয়ে ব্যাগ মাথার নিচে দিয়ে ঘুমিয়েছেন, কেউ সামান্য কাগজ বা মাদুর পেতে শুয়েছেন; ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে এভাবেই রাতযাপন করছেন এমপিভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। গতকাল রোববার (১২ অক্টোবর) রাত ১২টা নাগাদ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, শিক্ষকদের অনেকেই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই ইতোমধ্যে ঘুমিয়ে গেছেন। তারা জানিয়েছেন, ৩ দফা দাবিতে প্রজ্ঞাপন না হলে তারা এখান থেকে যাবেন না। অন্যদিকে, আজ শহীদ মিনার থেকে অনির্দিষ্টকালের জন্য সব এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।