আর্কাইভ
লগইন
হোম
শিক্ষক
আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়ছেন আন্দোলনরত ৬ শিক্ষক
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়াসহ ৩ দাবিতে অনশন করছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। অনশনে এরইমধ্যে ৬ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আদনান হাবিবুর রহমান এই তথ্য জানান। এর পূর্বে, সোমবার ৪ জনের অসুস্থ হওয়ার খবর জানান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী। ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপনের দাবিতে গত কয়েকদিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন শিক্ষকরা। টানা কর্মসূচির অংশ হিসেবে গত রোববার শিক্ষা ভবন অভিমুখে শিক্ষকরা থালা-বাটি নিয়ে ভুখা মিছিল করেন।
2025-10-21
কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের রাতযাপন
কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের রাতযাপন
2025-10-13
কেউ কাঁথা বিছিয়ে ব্যাগ মাথার নিচে দিয়ে ঘুমিয়েছেন, কেউ সামান্য কাগজ বা মাদুর পেতে শুয়েছেন; ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে এভাবেই রাতযাপন করছেন এমপিভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। গতকাল রোববার (১২ অক্টোবর) রাত ১২টা নাগাদ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, শিক্ষকদের অনেকেই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই ইতোমধ্যে ঘুমিয়ে গেছেন। তারা জানিয়েছেন, ৩ দফা দাবিতে প্রজ্ঞাপন না হলে তারা এখান থেকে যাবেন না। অন্যদিকে, আজ শহীদ মিনার থেকে অনির্দিষ্টকালের জন্য সব এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।
শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের বাড়ি ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব করেছিল
শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের বাড়ি ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব করেছিল
2025-10-06
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব করেছিল শিক্ষা মন্ত্রণালয়। এছাড়াও, কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছিল। বাড়ি ভাড়া ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষোভ সৃষ্টির পর এই তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৫-২০২৬ অর্থবছরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির জন্য অতিরিক্ত অর্থ সংস্থান প্রসঙ্গে অর্থ উপদেষ্টাকে গত বছরের ০৭ আগস্ট বেসরকারি পত্র (ডিও) দিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।