আর্কাইভ
লগইন
হোম
ঢাকা কলেজ
বিনামূল্যে স্পোকেন ইংরেজি কোর্স: ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগ
ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভাষাগত ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে মাসব্যাপী স্পোকেন ইংরেজি প্রশিক্ষণ কোর্স চালু করেছে ছাত্রদল ঢাকা কলেজ শাখা। গতকাল শনিবার (০১ নভেম্বর) বেলা ১২টার দিকে কলেজের আ.ন.ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ‘স্পোকেন ইংলিশ, ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট–২০২৫’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, কোর্সটিতে ইতোমধ্যে ৭৩৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। আগামী ০১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সমাপনী পরীক্ষা। দেশসেরা ৬ জন ইংরেজি শিক্ষক ১২টি ক্লাসে প্রশিক্ষণ দেবেন শিক্ষার্থীদের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক অনুপমা পাল। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা এবং মেডিকো কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ড. জোবাইদুর রহমান জনি।
1 দিন আগে