দীর্ঘ ৪০ বছর পর সরাসরি বৈঠকে লেবানন ও ইসরাইল
প্রায় দীর্ঘ ৪ দশক পর সরাসরি আলোচনার টেবিলে বসেছে লেবানন ও ইসরাইল। সাম্প্রতিক সময়ে দেশ দুইটির মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছিল এবং এরমধ্যেই যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির এই বৈঠক নতুন মাত্রা যোগ করেছে।
বৈরুত বলছে, এটি শান্তি আলোচনা নয়, বরং শত্রুতা কমানো ও লেবানিজ ভূখণ্ড থেকে ইসরাইলি সেনাদের প্রত্যাহার নিশ্চিত করার প্রচেষ্টা। খবর আল জাজিরার।