কাশ্মীর চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র ‘নয়া মানুষ’
ভারতের জম্মু ও কাশ্মীরের রাজধানী শহর শ্রীনগরে অনুষ্ঠিত হতে যাচ্ছে কাশ্মীর চলচ্চিত্র উৎসব। এর পঞ্চম আসরে অংশগ্রহণ করছে বাংলা চলচ্চিত্র ‘নয়া মানুষ’। 
জানা যায়, ০১ নভেম্বর থেকে ০৭ নভেম্বর পর্যন্ত, ৭ দিনব্যাপী এই উৎসবে মিশর, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও ভারতের চলচ্চিত্রের সঙ্গে বাংলাদেশের চলচ্চিত্রটি প্রদর্শিত হবে আজ ০৪ নভেম্বর। 
নদীমাতৃক বাংলাদেশের প্রান্তিক চরের মানুষের জীবন যাপন ও মানবিকতাকে উপজীব্য করে নির্মিত এই চলচ্চিত্রটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত ২০২৪ সালের ০৬ ডিসেম্বর। এই চলচ্চিত্র নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি।
তিনি বলেন, আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছে, এটা খুবই আনন্দের বিষয়। এই উৎসবে বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র হিসেবে প্রতিনিধিত্ব করছে ‘নয়া মানুষ’। আমি বিশ্বাস করি, আমাদের চলচ্চিত্র ধীরে ধীরে মানুষের অন্তরে স্থান করে নেবে।