আর্কাইভ
লগইন
হোম
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
‘ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে’ ঘটনা এ ঘটছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এ ঘটনা ঘটছে।’ আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর পুরাতন রমনা থানা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রাজধানীর আদাবর, কদমতলী, ভাষানটেক, রমনা ও রামপুরা থানার নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করা হয়।
2025-09-29
‘এক মাসে ১৫০০ পুশইন করেছে ভারত’ : স্বরাষ্ট্র উপদেষ্টা
‘এক মাসে ১৫০০ পুশইন করেছে ভারত’ : স্বরাষ্ট্র উপদেষ্টা
2025-07-26
ভারত থেকে গত এক মাসে ১,৫০০ বাংলাদেশিকে পুশইন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে এখন এই সংখ্যা কিছুটা কমেছে বলেও জানান তিনি। আজ শনিবার (২৬ জুলাই) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ সদর দপ্তর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। তিনি বলেন, ‘ভারত থেকে গত এক মাসে ১,৫০০ বাংলাদেশিকে পুশইন করা হয়েছে—এই তথ্য সঠিক। তবে বর্তমানে সংখ্যা কমে এসেছে।’ জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘ভারতে যেসব বাংলাদেশি রয়েছেন, তাদের একসময় ফেরত নিতেই হবে—সে ১০ বছর পর হোক বা ২০ বছর পর। তবে ভারতের কিছু সীমান্ত দিয়ে আমাদের নাগরিকদের সঙ্গে রোহিঙ্গাদেরও পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাদের আমরা গ্রহণ করছি না, ফেরত পাঠিয়ে দিচ্ছি।’