আর্কাইভ
লগইন
হোম
অফিশিয়াল ফেসবুক
অবশেষে মালয়েশিয়া থেকে পরিবারের কাছে ফিরলেন আহত মুজিবুর
কর্মস্থলে এক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান মুজিবুর রহমান। প্রচণ্ড রক্তক্ষরণে হারিয়ে ফেলেন স্বাভাবিক চলাফেরার ক্ষমতা। টানা ৯ মাস কাটান ট্রমায়, হাসপাতালের বিছানায়। এই সময় পরিবার থেকেও কেউ তার কাছে যেতে পারেনি, শুধু অপেক্ষা আর উদ্বেগে দিন কেটেছে স্ত্রী-সন্তান ও বৃদ্ধ বাবা-মায়ের। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের এমন পরিণতিতে স্তব্ধ হয়ে যায় গোটা পরিবার। গ্রামের বাড়িতে প্রতিদিনই আলোচনায় থাকতো একটাই প্রশ্ন ‘মুজিবুরকে কি আর ফিরে পাওয়া যাবে?’ শেষমেশ পরিবার বাংলাদেশ হাইকমিশনের কাছে দেশে ফেরানোর আবেদন জানায়।
2025-09-09