আর্কাইভ
লগইন
হোম
ফ্যাসিস্ট
‘ব্যাংক লুটের টাকায় ককটেল কিনছে আ.লীগ’: রিজভী
দেশের বিভিন্ন ব্যাংক থেকে লুট করা টাকা দিয়ে আওয়ামী লীগ ককটেল কিনে নাশকতা চালাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিস্ট আমলে যারা অপরাধ করেছে; নির্দেশ দিয়েছে—তারাই লজ্জাহীনভাবে বাসে আগুন দিচ্ছে। বিভিন্ন ব্যাংক থেকে লুটের টাকায় ককটেল কেনা হচ্ছে। পদ্মা সেতু আর মেট্রোরেলের আত্মসাৎ করা টাকা থেকেই নাশকতার টাকার যোগান আসছে। বিভিন্ন ব্যাংক থেকে লুটের টাকায় ককটেল কেনা হচ্ছে।
2 দিন আগে
গোপালগঞ্জে হামলার প্রতিবাদ: আজ সারাদেশে এনসিপির বিক্ষোভ
গোপালগঞ্জে হামলার প্রতিবাদ: আজ সারাদেশে এনসিপির বিক্ষোভ
2025-07-17
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নেতাদের ওপর হামলার ঘটনায় আজ সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। গতকাল বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জের হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, সারাদেশে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এনসিপির এটি ছিল পূর্ব ঘোষিত কর্মসূচি। সেই লক্ষ্যে প্রশাসনকে জানিয়ে এবং প্রয়োজনীয় নিরাপত্তার কথা জেনেই গোপালগঞ্জ সফরে গিয়েছিলাম। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও মুজিববাদীরা পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা করেছে। ‘গোপালগঞ্জে অতীতের সকল রেকর্ড ভেঙে আওয়ামী লীগের বাইরেও যে অন্য কোনো দল কর্মসূচি করতে পারে সেটি এনসিপি প্রমাণ করে দিয়েছে।’
সংবিধানে জুলাই সনদকে অন্তর্ভুক্ত করতে হবে: জাগপা
সংবিধানে জুলাই সনদকে অন্তর্ভুক্ত করতে হবে: জাগপা
2025-07-12
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেছেন, জুলাই সনদ হবে আমাদের জাতীয় সনদ। যে সনদকে বর্তমানে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে হবে। জুলাই সনদ হবে গণ-অভ্যুত্থানের আনুষ্ঠানিক স্বীকৃতি। তিনি বলেন, জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত না করলে হাজারো শহীদ, জুলাইযোদ্ধা ও আমরা যারা ফ্যাসিস্ট শেখ হাসিনা ও হিন্দুস্তানের বিরুদ্ধে রাজপথে ছিলাম, একদিন সবাইকে অপরাধী হিসেবে গণ্য করা হবে। তাই এই বিষয়ে কোনো আপস চলবে না। জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান জানান, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবিতে দেশজুড়ে গণসংযোগ কর্মসূচি চলছে। এরই অংশ হিসেবে আগস্ট মাসের ০৬ তারিখে ‘খুনি হাসিনাকে ফেরত চাই’ দাবিতে ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।