নাসার ওয়েবসাইটের মাধ্যমে চাঁদে নাম পাঠানোর সুযোগ
কিছুটা স্বপ্নের মতো শুনতে হলেও নাসা সেটিকেই বাস্তবে রূপ দিতে যাচ্ছে। আগামী ২০২৬ সালের এপ্রিলের মধ্যে ‘আর্টেমিস ২’ মিশনে ৪ নভোচারীর সঙ্গে লাখো মানুষের নামও যাবে চাঁদে। এরজন্য কোনো অর্থ খরচ করতে হবে না, শুধু নাসার ওয়েবসাইটে গিয়ে নাম ও ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করলেই মিলবে একটি ডিজিটাল বোর্ডিং পাস। সেই নামগুলো একটি মেমোরি কার্ডে সংরক্ষণ করে ওরিয়ন মহাকাশযানে পাঠানো হবে।