ফেসবুক থেকে টাকা আয় করবেন কীভাবে?
এক মাস হলো আপনি কনটেন্ট মনিটাইজেশন ফিচার চালু করেছেন। এখন প্রতিদিন নিয়মিত ফেসবুকে রিলস আর স্টোরি প্রকাশ করে যাচ্ছেন। নিজের তৈরি পোশাক পরে বিভিন্ন কনটেন্ট তৈরি করে ফেসবুকে প্রকাশ করছেন। বিভিন্ন গান বা আবহসংগীতের মাধ্যমে নানান কনটেন্ট বানিয়ে ফেসবুকে দিচ্ছেন। এতে ফেসবুক প্রোফাইলে ১০ থেকে ১৫ ডলার জমা হচ্ছে। সেই টাকা কীভাবে সংগ্রহ করবেন, তা নিশ্চিত করে আপনি বলতে পারেন না। অনেকেই আছেন, যারা ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে অর্থ আয়ের সুযোগ নিতে চান, কিন্তু পারেন না।