ভোলায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ভোলা–চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের মানিকারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মিজান, রিয়াজ ও শারমিন। তারা সবাই লালমোহন উপজেলার বাসিন্দা। নিহত রিয়াজ একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, ভোলা থেকে চরফ্যাশনগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চরফ্যাশন থেকে ভোলাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় অন্তত আরও ৫ জন আহত হয়েছেন।