অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন অপূর্ব-বিন্দু জুটি!
দেশের ছোট পর্দার সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব ও লাস্যময়ী আফসানা আরা বিন্দু। এই জুটি একসময় টিভি নাটকের দর্শকদের ভীষণভাবে মুগ্ধ করেছেন। তবে বহুদিন ধরে পর্দায় একসঙ্গে দেখা যায়নি এ জুটিকে। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন অপূর্ব-বিন্দু।
তবে কোনো নাটকে নয়, তাদের দেখা যাবে নতুন একটি ওয়েব সিরিজে। নাম ‘হেডলাইন’।