আর্কাইভ
লগইন
হোম
মাইকেল জ্যাকসন
পপসম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক কেন মুক্তি পাচ্ছে না?
কিংবদন্তি ও জনপ্রিয় মার্কিন পপতারকা মাইকেল জ্যাকসন। ‘কিং অফ পপ’। তিনি ১৯৫৮ সালের ২৯শে আগস্ট ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গ্যারি শহরে জন্মগ্রহণ করেন এবং ২০০৯ সালের ২৫শে জুন লস অ্যাঞ্জেলেসে মারা যান। এবার রূপালি পর্দায় ফিরছেন তিনি। প্রয়াত এ পপসম্রাটের জীবন অবলম্বনে হলিউডে তৈরি হচ্ছে বায়োপিক। সিনেমার নাম ‘মাইকেল’। লায়ন্সগেট প্রযোজিত এ সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করতে চলেছেন তার ভাইপো জাফর জ্যাকসন। দীর্ঘদিন ধরেই চলছে এ সিনেমাটি নিয়ে আলোচনা। কিন্তু কবে মুক্তি পাবে এই সিনেমা, সেই প্রতীক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। এর পূর্বে ২০২৩ সালে 'মাইকেল' সিনেমাটি মুক্তি পাওয়ার কথা শোনা গেলেও তা হয়নি। আবার পিছিয়ে যায় সিনেমা মুক্তির তারিখ। বারবার কেন পিছিয়ে যাচ্ছে মুক্তির দিন?
18 ঘন্টা আগে