পুনরায় কাশ্মীরে হামলার আশঙ্কা, ৪৮ পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পার না হতেই পুনরায় হামলার বিষয়ে সতর্ক করেছেন ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। সতর্কতাস্বরূপ ঐ অঞ্চলের ৮৭টি পর্যটন কেন্দ্রের মধ্যে ৪৮টি বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। খবর অনলাইন ইন্ডিয়া টুডে’র। একাধিক সূত্র থেকে সংবাদমাধ্যমটি জানায়, পেহেলগাঁওয়ে হামলার পর উপত্যকাটির আরও বেশ কিছু গুপ্ত সন্ত্রাসী সংগঠন সক্রিয় হয়েছে এবং তাদেরকে হামলার নির্দেশ দেয়া হয়েছে। গত ২২ এপ্রিলে (মঙ্গলবার) ঐ হামলার পর আবারও হামলার পরিকল্পনা করছে ঐ সন্ত্রাসী সংগঠনগুলো। এক্ষেত্রে তারা স্থানীয় ব্যক্তি এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করেছে বলে জানায় গোয়েন্দা সূত্র। তারা এর জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর দিকে ইঙ্গিত করছে। যদিও এ বিষয়ে কোনো প্রমাণ হাজির করতে পারেনি ইন্ডিয়া টুডের কথিত এসব সূত্র।