মালদ্বীপ: বিমানবন্দরের বারান্দায় বাধা সারি সারি প্রমোদতরী
আমরা বিমানবন্দরের বাইরে বিলাসবহুল গাড়ি, সাটল বাস বা ট্রেন দেখে অভ্যস্ত। কিন্তু ভারত মহাসাগরের মধ্যে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে গেলে আপনার ধারণা পাল্টে যাবে।
রাজধানী মালের বিমানবন্দর থেকে বের হলেই আপনার চোখে পড়বে- সাগরের নীল জলে দোল খাচ্ছে হরেক রকম বিলাসবহুল প্রমোদতরী বা ইয়ট। ইউরোপ-আমেরিকাসহ এশিয়ার বিভিন্ন দেশ থেকেও মালদ্বীপে অবকাশ যাপন করতে আসছেন বিপুল সংখ্যক পর্যটকরা।