দুর্নীতির মামলায় ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু
অনেকদিন ধরে চলমান দুর্নীতির মামলায় অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের কাছে আনুষ্ঠানিক ক্ষমার আবেদন জমা দিয়েছেন।
গত রোববার (৩০ নভেম্বর) হার্জগের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্টের কার্যালয় সচেতন এটি একটি অসাধারণ অনুরোধ যার তাৎপর্যপূর্ণ প্রভাব রয়েছে। সমস্ত প্রাসঙ্গিক মতামত পাওয়ার পর, প্রেসিডেন্ট দায়িত্বশীলতা এবং আন্তরিকতার সঙ্গে আবেদনটি বিবেচনা করবেন।