ভারতের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে পূর্ণশক্তি ব্যবহার করবে পাকিস্তান: শেহবাজ
সাম্প্রতিক কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জেরে প্রতিবেশি দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ভয়াবহ আকার ধারণ করেছে। এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। কেননা দুই দেশই পাল্টাপাল্টি তাদের পদক্ষেপের কথা জানাচ্ছে। ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে বলে গোয়েন্দারা তথ্য দিয়েছে। এতে পাকিস্তানও তাদের পাল্টা জবাব দেয়ার কথা জানিয়েছে। ভারতীয় আগ্রাসনের মোকাবিলায় পূর্ণ শক্তি দিয়ে জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। জাতিসংঘের মহাসচিবের সঙ্গে ফোনালাপের সময় তিনি এ হুঁশিয়ারি দেন। এ খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ। এতে বলা হয়, গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেসের সঙ্গে ফোনে কথা বলেছেন। তারা দক্ষিণ এশিয়াতে চলমান সবচেয়ে আলোচিত বিষয়টি নিয়ে কথা বলেছেন।