ব্রহ্মপুত্রের ভাঙনে কুড়িগ্রামের মানুষ দিশেহারা
ব্রহ্মপুত্রের ভাঙনে কুড়িগ্রামের উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এই ইউনিয়নের রসুলপুর গ্রামে চলছে এখন শুধু ভাঙনের হাহাকার। ব্রহ্মপুত্র যেন সেখানে সর্বগ্রাসী রূপ ধারণ করেছে।
ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে গত ২ সপ্তাহেই বিলীন হয়েছে কয়েকশত একর আবাদি জমি। অন্তত ৯টি পরিবারের বসতভিটা নদের গর্ভে চলে গেছে। হুমকিতে আছে আরও অন্তত ৩০ থেকে ৩৫ টি পরিবার। এছাড়া ভাঙন হুমকিতে আছে ইউনিয়নের রসুলপুর গ্রামের মার্কাজ মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠসহ বেগম নুরুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়।