শাহরুখের খানের সাফল্যে উচ্ছ্বসিত স্ত্রী গৌরী খান
ভারতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন স্বীকৃতি ‘৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৫’ পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খান। গত শুক্রবার (০১ আগস্ট) একটি অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের তালিকা ঘোষণা করেন খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকর।
এবারের আয়োজনটি বিশেষভাবে নজর কাড়ে বলিউড কিং শাহরুখ খানের জাতীয় পুরস্কার অর্জনের কারণে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ঐদিন সেরা চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রীসহ বিভিন্ন বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।