বেলজিয়াম মাতাবেন আমাদের যেসব তারকারা
বাংলাদেশের জনপ্রিয় সব তারকারা বেলজিয়াম মাতাতে যাচ্ছেন। বেলগো বাংলা কালচারাল এসোসিয়েশনের আয়োজনে ২৯ মে হতে যাচ্ছে ‘বৈশাখী মেগা কনসার্ট-১৪৩২’। কনসার্টটি অনুষ্ঠিত হবে লিয়েজ শহরের বিখ্যাত সাংস্কৃতিক মিলনায়তন থিয়েটার জর্জেস ট্রুফট জিতে। আর বাংলাদেশ থেকে সংগীতশিল্পীদের মধ্যে এ আয়োজনে মাতাবেন- সানিয়া সুলতানা লিজা, আয়েশা মৌসুমী ও সাগর বাউল।
এই অনুষ্ঠানে আরও অংশ নেবেন- চিত্রনায়িকা তানহা তাসনিয়া ও অভিনেত্রী স্বর্ণলতা। এই অনুষ্ঠান উপস্থাপনা করবেন বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। মিউজিশিয়ানদের মধ্যে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন- মিঠু চৌধুরী, রাজীব আহমেদ ও সেলিম উজ্জামান। উৎসবে আরও থাকছে- বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় নৃত্য, গান, কবিতা ও নাট্যাংশ। অনুষ্ঠানটিতে প্রবেশ একেবারেই উন্মুক্ত এবং সম্পূর্ণ বিনামূল্যে।