আর্কাইভ
লগইন
হোম
ইউনাইটেড মিডিয়া ফোরাম
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: ইউনাইটেড মিডিয়া ফোরামের শোক, নিন্দা, শাস্তির দাবি
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড মিডিয়া ফোরাম (ইউএমএফ)। একই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে এই মিডিয়া সংগঠনটি। গত বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাতের এই মর্মান্তিক ঘটনার বিষয়ে ইউএমএফ-এর আহ্বায়ক আনজাম খালেক ও সদস্য সচিব মোস্তফা কামাল এক যৌথ বিবৃতিতে জানান, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এক যুবককে কোপানোর ভিডিও ধারণ করায় সন্ত্রাসীরা সাংবাদিক তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। নেতারা বলেন, “এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং আইনশৃঙ্খলার চরম অবনতির প্রমাণ। সন্ত্রাসীদের নিয়ন্ত্রণহীনতা ও দাপটের ন্যাক্কারজনক উদাহরণ। চব্বিশ-পরবর্তী নতুন বাংলাদেশে এমন বর্বরোচিত ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ” বিবৃতিতে তারা আরও বলেন, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা রক্ষায় এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসী ও খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, দেশজুড়ে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা, যাতে নিহত সাংবাদিক তুহিনের আত্মা ন্যায়বিচার পায়।
15 ঘন্টা আগে