আর্কাইভ
লগইন
হোম
নাগরিকত্ব
যে কারণে আমেরিকার গ্রীনকার্ড পাননি শাহরিয়ার নাজিম জয় ও মাহিয়া মাহি
ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তারা দুইজনেই দেশটিতে দীর্ঘদিন অবস্থান করার পেছনে একটি কারণ রয়েছে। সেখানে স্থায়ী ভাবে বসবাসের সুযোগ তৈরি করাই হচ্ছে তাদের বসবাসের মূল কারণ। তাই মাহি ও জয় গ্রীনকার্ডের জন্য যুক্তরাষ্ট্র সরকারের কাছে আবেদন করেছিলেন। এই বিষয়ে কথা বলে জয়। জানা গেছে, ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মাহিয়া মাহি ও শাহরিয়ার নাজিম জয়। এই লক্ষ্যেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে গ্রীনকার্ডের জন্য আবেদন করেছিলেন এই দুই তারকা। তবে তাদের কাগজপত্রের জটিলতা এবং আবেদনসংক্রান্ত কিছু বিষয়ে কর্তৃপক্ষ পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। এতে তাদের সেই আবেদনে সাড়া মেলেনি। নাগরিকত্বের জন্য গ্রীনকার্ডের আবেদনের এই যাত্রায় প্রত্যাখ্যান করেছে সে দেশের অভিবাসন কর্তৃপক্ষ।
3 ঘন্টা আগে