শুরু হল সেলিব্রিটি ক্রিকেট লিগ, মাঠ মাতাচ্ছেন টিভি তারকারা
বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন তারকাদের নিয়ে শুরু হলো সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫। গতকার সোমবার (০৫ মে) বিকেল ৪টায় জমকালো আয়োজনে উদ্বোধন হয় ৫ দিনব্যাপী এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের।
চারটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় খেলছে—টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস এবং স্বপ্নধরা স্পারটানস। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেল ৪টায়। দর্শকরা ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে থেকে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।