আজ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিএনপির বিজয় র্যালি
গতবছরের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আজ বুধবার (০৬ আগস্ট) ঢাকায় বিজয় র্যালি করবে বিএনপি। পাশাপাশি সব জেলা ও মহানগরেও দলের পক্ষ থেকে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি শুরু হবে। র্যালিতে ঢাকা বিভাগের জেলাগুলো যথাক্রমে টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেবেন।
র্যালি শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।