‘বয়কট তুরস্ক’ : তুরস্ক থেকে সরে যাচ্ছে ভারত
সম্প্রতি অপারেশন সিঁদুরে ভারতের বদলে পাকিস্তানকে সমর্থন, ড্রোন দেওয়াসহ নানা কারণে তুরস্কের ওপর ক্ষোভ জন্মেছে ভারতীয়দের। তারই প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে ‘বয়কট তুরস্ক’ ট্রেন্ড হতে শুরু হয়েছে। ইউরোপের এই দেশটিতে পর্যটন, শিক্ষা, বিমান খাত থেকে সরে আসছে ভারতের জনগণ।
এই বয়কটের প্রতিফলন সবার আগে দেখা যায় পর্যটনে। ভারতের সরকারি ও ইন্ডাস্ট্রির তথ্য বলছে, গত ২০২৪ সালের জুনে ভারত থেকে তুরস্কে গিয়েছিলেন ৩৮,৩০৭ জন। ২০২৫-এর জুনে সেটা নেমে ২৪,২৫০ জনে। এক বছরে প্রায় ৩৭% কমেছে এই প্রবাহ।