পাকিস্তানি গায়ক মুস্তাফা জাহিদের কনসার্ট স্থগিত
পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ ‘মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টে অংশ নিতে ঢাকায় এসেছেন। কিন্তু কনসার্টের ঘণ্টাখানেক পূর্বে এক ফেসবুক পোস্টের মাধ্যমে কনসার্ট স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন নামের প্রতিষ্ঠানটির সঙ্গে কনসার্টের শিল্পীরাও কোনো যোগাযোগ করতে পারছেন না। এতে ঢাকার সংগীতশিল্পী এ কে রাহুল, ব্যান্ড লেভেল ফাইভ ও এনকোরের অংশ নেওয়ার কথা ছিল। ঢাকার শিল্পীরাও জানেন না, কনসার্টটির ভবিষ্যৎ আসলে কী!